Image Source: PIXABAY

জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলির অন্যতম দাম্পত্য। তাকে ভাল রাখতে স্বামী-স্ত্রীর বোঝাপড়া জরুরি।

কিন্তু কখনও ব্যক্তিত্বের সংঘাত, কখনও আবার বাস্তুর সমস্যা এই সম্পর্কে গোলযোগ তৈরি করতে পারে।

বাস্তুর ক্ষেত্রে কয়েকটি নিয়ম মানলে কিছুটা সুরাহা মিলতে পারে, আশ্বাস বিশারদদের।

যেমন, দম্পতিদের বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম না থাকাই ভাল। থাকলে, বাথরুমের দরজা বন্ধ রাখতে হবে।

বেডরুমের খাট যেন 'বিমের' নিচে না থাকে। নিতান্তই খাট সরানো গেলে বিমে একটি wind chime ঝুলিয়ে রাখতে হবে।

বেডরুমে যেন আলো ও হাওয়া খেলে, এটিও খেয়াল রাখা দরকার।

শোওয়ার ঘরে কোনও মাংসাশী প্রাণীর ছবি রাখছেন না তো?

সূর্যাস্ত বা বিষণ্ণ কারও ছবিও শোওয়ার ঘরে সাজাতে বারণ করেন বাস্তু বিশারদরা। এতে অশান্তি বাড়ে।

সাধারণ ভাবে এই কয়েকটি দিকে খেয়াল রাখলে সমস্যা অনেকটা কমা সম্ভব।

তবে নির্দিষ্ট পরামর্শ পেতে বাস্তু বিশারদের কাছে যাওয়া ভাল।