পণ্ডিত সুরেশ শ্রীমালীর মতে ৩ মে দুপুর ১২:৩৪ পর্যন্ত পুনর্বসু নক্ষত্র, তারপর পুষ্য নক্ষত্র থাকবে।



গ্রহের অবস্থানের ফলে তৈরি বাসি যোগ, আনন্দাদি যোগ, সুনফা যোগ, শূল যোগ, লক্ষ্মী যোগ।



মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ৩ মে দিনটি চমৎকার যাবে।



মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বজায় থাকবে।



কন্যা রাশির জাতক-জাতিকারা কোনও সুসংবাদ পেতে পারেন।



আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন।



ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য ৩ মে চাকরিক্ষেত্রে দিনটি দারুণ ।



চাকরিতে বসের সাপোর্ট থাকবে, সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পাবেন।



লক্ষ্মী, শূল যোগের ফলে মীন রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন।



বস আপনার কাজে খুশি হয়ে বেতন বাড়ানোর সুপারিশ করতে পারেন।