শনি মীন রাশিতে এখন এবং ১৩ জুলাই ২০২৫-এ এই রাশিতেই বক্রী হবেন শনি



৩ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত শনির বক্রী চলবে।



শনি বক্রির সময় কিছু রাশিকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।



শনি বক্রি হলে সময়টা মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য প্রতিকূল হবে।



আর্থিক বিষয়ের জন্য সময় খুব একটা শুভ বলা যাবে না।



শনি বক্রী হয়ে কর্কট রাশির জীবনে চাপ বৃদ্ধি করবে।



মানসিক চাপ বাড়বে এবং ঘর-সংসারে ঝগড়াঝাঁটি লেগে থাকবে।



শনির উল্টো গতি চলা সিংহ রাশির জন্যও খুব একটা শুভ হবে না।



শনির বক্রী হওয়া বৃশ্চিক রাশির ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে।



আবেগ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন। সঙ্গে স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে।