এই বছর হনুমান জয়ন্তী ১২ এপ্রিল পালিত হবে। এদিন শনিবার।



হনুমানজির জন্ম মঙ্গলবার। তবে শনিবারও হনুমান পুজোর মাহাত্ম্য বিরাট



হনুমানজি-কে শক্তি, প্রজ্ঞা এবং জ্ঞানের দাতা বলা হয়।



ধর্মীয় গ্রন্থে, ৮ জনের উল্লেখ আছে, যাঁরা অমর। হনুমানজিও তাদের মধ্যে একজন।



তাই তিনি ভক্তদের ডাকে সহজে সাড়া দেন বলে মনে করা হয়।



হনুমানজির জন্ম সূর্যোদয়ের সময় হয়েছিল, তাই হনুমান জন্মোৎসবের দিনে ব্রহ্ম মুহূর্তে পূজা করা শুভ



হনুমান জয়ন্তীর দিন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। এ গঙ্গাজল ছিটিয়ে ঘর পবিত্র করুন।



এদিন হনুমান চালিসা, সুন্দরকাণ্ড ও হনুমান আরতি পাঠ করুন।