সংখ্যাতত্ত্ব বা অঙ্ক জ্যোতিষ অনুসারে, ২০২৫ সালের মূলাঙ্ক সংখ্যা ৯



এই বছরের অধিপতি মঙ্গল। তাই অনেকেই যাতনা পাওয়ার আশঙ্কায় আছেন।



তবে মঙ্গলের প্রকোপ থেকে বাঁচাতে পারেন একমাত্র বজরঙ্গবলী।



সংসারের সংকট মোচন হিসাবে স্মরণ করা হয় মহা শক্তিশালী হনুমানকে।



যে ব্যক্তির উপর হনুমানজির আশীর্বাদ থাকে, সেই ব্যক্তি জীবনে সব কাজে সাফল্য পান।



সংসারে সব বাধা কাটাতে সহায়ক হতে পারেন হনুমানজী।



মঙ্গলবার হনুমানজীর আরাধনা করুন। লাড্ডু হনুমানের খুব প্রিয় খাবার। তাই লাড্ডু নিবেদন করুন।



লাল আসনে হনুমান মূর্তি প্রতিষ্ঠা করুন। লাল ফুল ও সিঁদুর নিবেদন করুন।



হনুমানজির নামে মঙ্গলবার গ্রহশান্তিও করাতে পারেন।



কোনও কাজ আটকে থাকলে বা কোনও বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমান জিকে পান অর্পণ করুন।