হনুমানজী সত্যের পূজারী। তিনি সত্যাচারী ও রামভক্তদের প্রতি সদা সদয়।



যে কোনও সঙ্কটে, নিজে সৎ থাকলে, সহায় হন বজরঙ্গবলী।



বজরঙ্গবলীর আশীর্বাদ পেতে হনুমান চালিশা পাঠ, বজরঙ্গবাণ পাঠ খুবই কার্যকরী।



কয়েকটি রাশির প্রতি খুবই সদয় থাকেন হনুমান। জেনে নেওয়া যাক তাঁর প্রিয় রাশিগুলি কী কী।



জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতকরা হনুমানের বড় প্রিয়।



মেষ রাশির জাতকরা অনেক খারাপ অভ্যেস ছেড়ে দিত পারেন। হনুমানের পুজো করলে সেই কাজ সহজ হয়।



হনুমানজির পুজো করলে সিংহ রাশির জাতকরা সহজেই আর্থিক দুর্যোগ থেকে বেরিয়ে আসতে পারেন।



হনুমানজির পুজোয় সিংহ রাশির বহু কষ্ট দূর হয়। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকে।



কুম্ভ রাশির মানুষও নিয়মিতভাবে হনুমান জির পুজো করলে বিশেষ উপকার পাবেন।



কোনও কারণে সমস্যা এলে হনুমান জির শরণ নিলে , তা তাড়তাড়ি মিটে যাবে।