তাহলে মাসের প্রথম তারিখ থেকেই বাস্তু মেনে এই কাজ করুন
এই পন্থা অবলম্বন করলে টাকা কম খরচ হয়, এমনটাই বাস্তু মতে বিশ্বাস
যা আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটাবে।
সিন্দুুকের দরজা উত্তর দিকে খোলা উচিত।
আপনার পার্সে সাতটি লবঙ্গ রাখুন
শুক্রবার দিন মা দুর্গার উদ্দেশ্যে জবা ফুল অর্পণ করুন।
সূর্যকে জল অর্পণ করুন এবং জবা ফুলও দিন।
প্রতিদিন সন্ধ্যা পূজার সময় মন্দিরে কর্পূরের প্রদীপ জ্বালাও।
মন্ত্র পাঠ করে বা শুনে ঘুমানো শুভ ফল দেয়।