এ বছর উল্টোরথ পড়েছে ২০ আষাঢ় অর্থাৎ ৫ জুলাই। শনিবার।



পঞ্জিকায় উল্টোরথের কোনও নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। সেই দিন যে কোনও সময় রথ বের হতে পারে।



উল্টোরথের দিনটি কয়েকটি রাশির জন্য বিশেষ শুভ হতে পারে। কারণ মনে করা হয় এই রাশিগুলি জগন্নাথদেবেরই বড় প্রিয়



ভগবান জগন্নাথের বিশেষ কৃপায় বৃষ রাশির মানুষের জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্য বিরাজ করে।



পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে সকলের ভালোবাসা পাবেন কর্কট রাশির জাতকরা



ভগবান জগন্নাথের আশীর্বাদে সিংহ রাশির জাতকদের জীবনে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকে।



ভগবান জগন্নাথের কৃপায় তুলা রাশির জাতকদের জীবন সুরে বাঁধা থাকে।



যদিও জগন্নাথ দেব কোনও বৈষম্য ছাড়াই ভাল মানুষের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।