জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।



জগন্নাথ দেব বিষ্ণুর রূপ। বিষ্ণুভক্তদের পরম আরাধ্য ।



তিনি তাঁর পরম ভক্তদের বড় আগলে রাখেন।



জগন্নাথদেবের কয়েকটি রাশির উপর বড্ড প্রীত হন।



কয়েকটি রাশির জাতকরা জগন্নাথের বিশেষ স্নেহধন্য বলে মনে করা হয়।



বৃষ রাশির প্রতি জগন্নাথ বিশেষ প্রসন্ন বলে মনে করা হয়। জগন্নাথ দেবের আরাধনা করলে কেটে যাবে বিপদ-আপদ।



রাশি কর্কট হলে, সৎ পথে থাকলে ভগবান কর্কটের জাতকদের প্রতি এই সময় মুখ তুলে চাইবেন।



তুলা রাশির পরিমিতি বোধ পছন্দ করেন জগন্নাথ দেব। ভগবান জগন্নাথ এই রাশিকে আশীর্বাদ করেন ভক্তিভাব থাকলে।



সৎ চেষ্টা ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস থাকলে সিংহ রাশির জাতকরা সবসময় পান জগন্নাথদেবের আশীর্বাদ।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।