শুক্রবার দিন জুতা-চপ্পল কেনা শুভ মেনে নেওয়া হয়।

Image Source: ABPLIVE AI

সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দেখলে ভাগ্যোদয় হয়।

Image Source: ABPLIVE AI

রাতের বেলা ঘরে কর্পূর জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়।

Image Source: ABPLIVE AI

সন্ধ্যায় তুলসী গাছের নিচে ঘি এর প্রদীপ জ্বালানো শুভ মানা হয়।

Image Source: ABPLIVE AI

পূজা ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে নেতিবাচক শক্তি থেকে মুক্তি মেলে।

Image Source: ABPLIVE AI

রাতের বেলা রান্নাঘর অপরিষ্কার রাখবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন।

Image Source: ABPLIVE AI

শুক্রবার মা লক্ষ্মীকে আনারস ফল উৎসর্গ করা শুভ বলে মনে করা হয়।

Image Source: ABPLIVE AI

শনিবার দিন হনুমান চালিসা পাঠ করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

Image Source: ABPLIVE AI

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: ABPLIVE AI