হিন্দু ধর্মে তুলসী গাছকে খুব পবিত্র মনে করা হয়।

Image Source: abp live

শাস্ত্রে তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়।

Image Source: abp live

বাড়ির সুখ শান্তির জন্য প্রতিদিন তুলসী গাছের পুজো করা হয়।

Image Source: abp live

তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু নির্দিষ্ট দিনে তুলসী পাতা তোলা নিষেধ।

Image Source: abp live

শাস্ত্রমতে, কোনো একাদশীর দিন তুলসী পাতা তোলা উচিত নয়।

Image Source: abp live

কারণ ওই দিন তুলসী পাতা তুললে, এতে সংসারে আর্থিক সংকট আসে।

Image Source: abp live

রবিবার, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণেও তুলসী পাতা তোলা উচিত নয়।

Image Source: abp live

সন্ধ্যা নামার পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, কারণ বলা হয় যে সন্ধ্যায় তুলসী মা বিশ্রাম করেন।

Image Source: abp live

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ, এটি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: abp live