হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়।
ABP Ananda

হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়।



বিশ্বাস করা হয় , ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে অর্থ এবং খাওয়া-দাওয়ার অভাব হয় না।
ABP Ananda

বিশ্বাস করা হয় , ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে অর্থ এবং খাওয়া-দাওয়ার অভাব হয় না।



বিশ্বাস, বাড়িতে দুটি লক্ষণ দেখলে দেবী লক্ষ্মী কখনই প্রবেশ করেন না, পরিবর্তে সর্বদা দারিদ্র্যের প্রভাব থাকে।
ABP Ananda

বিশ্বাস, বাড়িতে দুটি লক্ষণ দেখলে দেবী লক্ষ্মী কখনই প্রবেশ করেন না, পরিবর্তে সর্বদা দারিদ্র্যের প্রভাব থাকে।



পরিবারের সদস্যদের অর্থের ক্ষতি ও অন্যান্য ধরনের ঝামেলায় পড়তে হয়।
ABP Ananda

পরিবারের সদস্যদের অর্থের ক্ষতি ও অন্যান্য ধরনের ঝামেলায় পড়তে হয়।



ABP Ananda

বরাহ পুরাণ অনুসারে দেব-দেবীরা সন্ধ্যায় পৃথিবীতে আসেন। মা লক্ষ্মী সন্ধেবেলা আসেন গৃহস্থের ঘরে।



ABP Ananda

বাড়ির দরজায় নোংরা থাকলে দেবী লক্ষ্মী কখনই এই ধরনের বাড়িতে প্রবেশ করবেন না। ঘরে দারিদ্র্য প্রবেশ করে।



ABP Ananda

বাড়ির প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখুন, জল ছিটিয়ে রাখুন, প্রদীপ জ্বালান সন্ধেয়।



ABP Ananda

ঘরের দরজার সামনে নোংরা থাকলে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না।



ABP Ananda

প্রদোষ কালে অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ঘুমানো অশুভ বলে মনে করা হয়।



ABP Ananda

শাস্ত্র মতে যে এই সময়ে শয়ন করলে ঘরে দেবী লক্ষ্মীর পরিবর্তে দারিদ্র্য আসে ।