হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। বিশ্বাস করা হয় , ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে অর্থ এবং খাওয়া-দাওয়ার অভাব হয় না। বিশ্বাস, বাড়িতে দুটি লক্ষণ দেখলে দেবী লক্ষ্মী কখনই প্রবেশ করেন না, পরিবর্তে সর্বদা দারিদ্র্যের প্রভাব থাকে। পরিবারের সদস্যদের অর্থের ক্ষতি ও অন্যান্য ধরনের ঝামেলায় পড়তে হয়। বরাহ পুরাণ অনুসারে দেব-দেবীরা সন্ধ্যায় পৃথিবীতে আসেন। মা লক্ষ্মী সন্ধেবেলা আসেন গৃহস্থের ঘরে। বাড়ির দরজায় নোংরা থাকলে দেবী লক্ষ্মী কখনই এই ধরনের বাড়িতে প্রবেশ করবেন না। ঘরে দারিদ্র্য প্রবেশ করে। বাড়ির প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখুন, জল ছিটিয়ে রাখুন, প্রদীপ জ্বালান সন্ধেয়। ঘরের দরজার সামনে নোংরা থাকলে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না। প্রদোষ কালে অর্থাৎ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ঘুমানো অশুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে এই সময়ে শয়ন করলে ঘরে দেবী লক্ষ্মীর পরিবর্তে দারিদ্র্য আসে ।