হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন-ঐশ্বর্যের দেবী হিসেবে পুজো করা হয়।

দেবী বলা হয়েছে।

এতে পুজোয় ধন ও সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়।

কিন্তু পুজোতে ভুল হলে মা লক্ষ্মী রুষ্ট হন।

মা লক্ষ্মীর পুজোয় কিছু ভুল কখনই করা নয়।

চান না করে বা ময়লা কাপড় পরে পুজো করা উচিত না।

লক্ষ্মীপূজার আগে বাড়ি ভাল করে পরিষ্কার করে করে নিন।

মা লক্ষ্মীর পুজোর পরেই কেউ কোন বিতর্কে জড়াবেন না।

নির্দিষ্ট দিকে বসে পুজো দেওয়াটাও গুরুত্বপূর্ণ।

নির্দিষ্ট দিকে বসে পুজো দেওয়াটাও গুরুত্বপূর্ণ।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ, মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।