পিতৃপক্ষের শেষের দিনেই সূর্যগ্রহণ ঘটছে জ্যোতিষশাস্ত্রমতে অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া অশুভ এই দিনে সূর্য ও শনির ষড়ষ্টক যোগও তৈরি হচ্ছে সূর্যগ্রহণের সময়, শনি এবং সূর্য একে অপরের অষ্টম দিক থাকবে এটিকেও খুব অশুভ মনে করা হয় শনি-সূর্য এবং সূর্যগ্রহণের কারণে ষড়ষ্টক যোগ গঠিত হচ্ছে সব রাশির উপর প্রভাব ফেলবে ৫টি রাশির জাতকদের জন্য এটি খুবই অশুভ প্রমাণিত হতে পারে ষড়ষ্টক যোগ মিথুন রাশির জাতকদের সমস্যাও বাড়িয়ে দেবে জীবনে অযাচিত অশান্তি বাড়তে পারে মেষ রাশির জাতককের উপর অশুভ ছায়া থাকবে আর্থিক ক্ষতি হতে পারে, দুর্ঘটনার শিকার হতে পারেন আর্থিক ক্ষতি হতে পারে পারিবারিক কলহ চরমে উঠতে পারে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে ব্যবসা-চাকরিতে ক্ষতির সম্মুখীনের আশঙ্কা বাড়িতে অশান্তি হতে পারে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন