আজ সপ্তমী

আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু

ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা

স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা

কলাবউকে সিঁদুর পরিয়ে সপরিবার

দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়

সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে

দিয়ে শুরু হল এবারের মাতৃ বন্দনা

সামাজিক পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে

আর্থিক পরিস্থিতি মজবুত হবে

অর্থ সঞ্চয় কমবে

চাকরিজীবী জাতকরা উন্নতি করতে পারবেন

মান-সম্মান, পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে

শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মজবুত হবে

আর্থিক পরিস্থিতি উন্নত হবে

পড়াশোনায় বন্ধুদের সহযোগিতা পাবেন