গ্রহগুলির মধ্যে সেনাপতির মর্যাদা দেওয়া হয় মঙ্গলকে। ২০ অক্টোবর মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। এই সময়ে মঙ্গল ও শনি একে অপরের থেকে ষষ্ঠ ও অষ্টম ঘরে ষড়ষ্টক যোগ গঠন করেছে। যখনই মঙ্গল তার রাশি পরিবর্তন করে, মানুষের জীবনে এর বিশেষ প্রভাব পড়ে। এই গোচর মেষ রাশির মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে । ব্যবসার উন্নতি হবে । তুলা রাশি হলে স্বাস্থ্যর উন্নতি হবে। আত্মবিশ্বাস বাড়বে এবং পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। কুম্ভ রাশি হলে শ্রমজীবী মানুষের জন্য সুসময়। কর্মক্ষেত্রে সম্মান পাবেন।