মাথা কাজ করে না
অনেক সময়ই


তখন অন্যের পরামর্শ
নিতে ছুটে যাই আমরা


যার তার কাছে নয়, বুদ্ধি ধার
করুন এই রাশির জাতকদের থকে


কন্যা: এঁরা অত্যন্ত স্নেহপরায়ণ,
অন্যের ক্ষতি চান না


কন্যা: বাস্তবজ্ঞানও বেশ গভীর,
তাই এঁদের পরামর্শ মানলে ঠকবেন না


বৃশ্চিক: সততা এঁদের পরিচয়,
ফাঁপা কথা বলে মনজয় করেন না


বৃশ্চিক: পরিস্থিতি বিবেচনা করে
সঠিক উপদেশ দেন


মকর: এঁরা বরাবর বাস্তববাদী,
অত্যন্ত বিশ্বাসযোগ্যও


মকর: নির্দ্বিধায় মনে করা বলুন,
সঠিক রাস্তাই দেখাবেন এঁরা


কুম্ভ: সাদাকে সাদা বলেন,
কালোকে বলেন কালো
কালোকে বলেন কালো


কুম্ভ: আপনাকে আয়না দেখাবেন এঁরা,
বুঝিয়ে দেবেন কোনটা ঠিক, কোনটা বেঠিক
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)