ভাল সময়ের অপেক্ষায়
জীবন কেটে যায় অনেকের


কিছু রাশির জাতকের ভাগ্য
প্রসন্ন হয় ৩০ বছরের পর


কর্কট রাশির জাতকরা অল্প বয়সেও
সাফল্য পেতে পারেন


তবে ২৯-৩২ বছর বয়সে এঁরা
মোটা টাকা অর্জন শুরু করেন


সিংহ রাশির জাতকরা ৩০ বছরের
পর বিপুল অর্থলাভ করতে পারেন


২৮-৩২ বছর পর্যন্ত সময়কালে
এঁদের ভাগ্য পাল্টে যায়


কন্যা রাশির জাতকদের ভাগ্য
প্রসন্ন হয় ৩০ বছর বয়সে


শনি এবং বুধ এঁদের
উপর সহায় হয় ওই সময়


কুম্ভ রাশির জাতকরা ৩০ বছর
বয়সে সাফল্য পেতে শুরু করেন


এঁরা টাকা সঞ্চয় করতেও
একেবারে সিদ্ধহস্ত


তরুণ অবস্থাতেই সাফল্য আসে
মীন রাশির জাতকদের জীবনে


তবে ২৮ থেকে ৫৫ বছরে
প্রভূত অর্থলাভ হয়
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)