সম্পর্কের মধ্যে কি দূরত্ব বাড়ছে ? বলে দেবে কয়েকটি চিহ্ন। আগে তো কত গল্প করতেন। অন্যের কথা পুরোটা শুনতেন। এখন কি পুরো কথা শোনার আগেই পার্টনার উত্তর দেন? সামনা - সামনি বসে কথা বলা ক্রমেই কমছে। বরং চোখ থাকে মোবাইলে বা বইয়ে। তারই মাঝে কথোপকথন না তাকিয়েই। পার্টনারের সঙ্গে গভীর সময়ে অন্তরঙ্গ কথা কমছে। হয়ত শরীরী মেলামেশা হচ্ছে, কথা হচ্ছে না। পার্টনার কথা পুরো বলার আগেই আরেকজন থামিয়ে দিচ্ছেন বা না শুনেই জবাব দিচ্ছেন। পার্টনারের মন বোঝার চেষ্টা করছেন না। অন্যের মন খারাপের সময় মাথায় হাত রাখছেন না। অনেক সময় পার্টনার পুরো কথা শুনছেনই না, তড়িঘড়ি করে একটা সলিউশন বলে কথা শেষ করার চেষ্টা করছেন। একে অপরের পুরো কথা শোনেন না। শুধু দরকারের কথাটুকু শুনে নেন। বাকি আপনার পার্টনার কী বলল কথা কানেই গেল না। আলোচনা হয় না, কথা হয় না, শুধুই একে অপরকে কীভাবে দোষারোপ করা যায়, সেটাই ভাবছেন। দুজনের আলোচনায় যে যার দিকে ঝোল টানেন, অন্যকে প্রশংসা করতেই ভুলে যান। এই লক্ষণগুলি সম্পর্কে দেখা দেওয়া মানেই ফাটল ধরছে আপনাদের বোঝাপড়ায়।