১২ রাশির লাকি কালার কী থাকবে ? জানুন লাকি ডে, লাকি নম্বর ইত্যাদি। ট্যারো কার্ড রাশিফলে (Tarot Saptahik Rashifal)
মেষ রাশি আগামী সপ্তাহে লাকি কালার গোলাপি। লাকি নম্বর ৫। লাকি ডে মঙ্গলবার। সাপ্তাহিক টিপস হল - নতুন বছরে জীবনে কিছু বড় আর দারুণ বদল আসতে পারে। তৈরি থাকুন।
বৃষ রাশি আগামী সপ্তাহে লাকি কালার সবুজ। লাকি নম্বর ৬ । লাকি ডে রবিবার। সাপ্তাহিক টিপস হল - মহিলাদের সম্মান করুন। ভাগ্য আরও শক্তিশালী হবে।
মিথুন রাশি আগামী সপ্তাহে লাকি রং বাদামি। লাকি নম্বর ২ । লাকি ডে শনিবার। সাপ্তাহিক টিপস হল - নিয়মের মধ্যে থাকুন, অহংকার একদম নয়। কম পরিশ্রম করলে উপলব্ধি অনেক বেশি হবে।
কর্কট রাশি আগামী সপ্তাহে লাকি রং বেগুনি। লাকি নম্বর ১ । লাকি ডে সোমবার। সাপ্তাহিক টিপস হল - নতুন বছরে মনমতো অবসরযাপন হবে। জীবনে থাকবে ভারসাম্য।
সিংহ রাশি আগামী সপ্তাহে লাকি কালার লাল। লাকি নম্বর ১ । লাকি ডে রবিবার। সাপ্তাহিক টিপস হল - মানসম্মান বাড়বে। আপনার থেকে অনুপ্রাণিত হবেন অন্যরা
কন্যা রাশি আগামী সপ্তাহে লাকি রং হল হলুদ । লাকি নম্বর ২ । লাকি ডে সোমবার। সাপ্তাহিক টিপস হল - হারিয়ে যাওয়া কোনও দামি জিনিস ফেরত পাবেন। শিশুদের সঙ্গে সম্পর্ক জোরদার করুন।
তুলা রাশি আগামী সপ্তাহে লাকি রং হল কমলা। লাকি নম্বর ৪ । লাকি ডে সোমবার। সাপ্তাহিক টিপস হল - যারা পরিবার পরিকল্পনা করছেন, তাদের তাড়াতাড়ি সুখবর মিলবে। ব্যবসায় বিশেষ লাভ হবে।
বৃশ্চিক রাশি আগামী সপ্তাহে লাকি কালার বাদামি। লাকি নম্বর ২ । লাকি ডে সোমবার। সাপ্তাহিক টিপস হল - শক্ত কাজ সহজে সম্পন্ন হবে। ইচ্ছাশক্তি শক্তিশালী থাকবে
ধনু রাশি এই সপ্তাহে লাকি কালার হল সাদা। লাকি নম্বর ৪। লাকি ডে রবিবার। সাপ্তাহিক টিপস হল - ভগবান শিবের পুজোয় সবপ্রকার বাধা দূর হবে। বিশ্লেষণমূলক ক্ষমতা শক্তিশালী হবে।
মকর রাশি এই সপ্তাহে লাকি কালার হল নেভি ব্লু। লাকি নম্বর ৪। লাকি ডে বৃহস্পতিবার। সাপ্তাহিক টিপস হল - ফোকাস সঠিক রেখে চলতে হবে। আধ্যাত্মিক জার্নি সফল হবে।
কুম্ভ রাশি এই সপ্তাহে লাকি কালার হল সিলভার। লাকি নম্বর ৭। লাকি ডে মঙ্গলবার। সাপ্তাহিক টিপস হল - আত্মবিশ্বাস বজায় রাখুন, সাফল্যকে আসতেই হবে
মীন রাশি এই সপ্তাহে আপনার লাকি কালার হল নীল। লাকি নম্বর ৩। লাকি ডে মঙ্গলবার। সাপ্তাহিক টিপস হল - এই বছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ সুবিধা, বিনিয়োগের জন্য অনুকূল হবে।
কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।