ভক্তদের ডাকে সহজেই সাড়া দেন মহাদেব। কাউকে তিনি ফেরান না। সন্তুষ্ট হন সহজে।



বিশেষ কয়েকটি রাশির জাতকরা বেশি শিবভক্ত হন বলে বিশ্বাস। তাঁরা শিবের কাছে বেশি প্রিয় বলে মনে করেন কেউ কেউ।



কিন্তু রাশি যাই হোক না কেন, শিব ঠাকুর সব থেকে দয়া বর্ষণ করেন সত্যবাদীদের উপর।



তাঁর অনুগ্রহে, ভক্তদের কর্মজীবনে উন্নতি লাভ হয়।



মেষ রাশির জাতকদের বিশেষ আরাধ্য শিব। এই রাশির জাতকদের কোনও কাজে বাধা এলেও কেটে যায় শিবের কৃপায় ।



বৃশ্চিক রাশির জাতকরাও শিবভক্ত। এই রাশির জাতক জাতিকারা কোনও কঠিন পরিস্থিতিকে ভয় পায় না।



কুম্ভও ভগবান শিবের প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই জাতক জাতিকারা স্বভাবগতভাবে সত্যের পূজারী এবং সর্বদা অন্যের ভালো চায়।



মীন রাশির জাতকদের মধ্যে আধ্যাত্মিক ভাব ও সহানুভূতি প্রবল।



এই রাশির জাতকরা সবসময় ভোলানাথের আশীর্বাদ নিয়ে এগিয়ে যায়।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই।