ফেব্রুয়ারিতে শনি অস্ত যাবে। শনি দরিদ্রকেও রাজা করতে পারে, আর রাজাকে ভিখারি।



দোলের আগেই ২৮ ফেব্রুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছে। শনি প্রায় ৪০ দিন অস্তমিত অবস্থাতেই থাকবে।



জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, শনি অস্ত গেলে, কিছু রাশির জাতক জাতিকাদের উন্নতি অনিবার্য



জ্যোতিষীর মতে, নামের আদ্যক্ষর অনেকটাই ঠিক করে দেয়, শনি তাঁর উপর কতটা সদয় হবেন।



জ্যোতিষশাস্ত্রবিদের মতে, শনি ধনু রাশির তৃতীয় ঘরে অস্ত যাবে। যানবাহন ও সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।



রাশি ধনু হলে, ব্যবসায়িক ক্ষেত্রে লাভ হতে পারে। আদালতের মামলায় জয় হতে পারে।



বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে শনির অস্তমিত অবস্থা। আয় এবং লাভ হবে যথেষ্ট।



বৃষ রাশির সাফল্য পাবেন। অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।



মিথুন রাশি হলে শনির অস্ত যাওয়া বরদানের মতো হবে। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।



কর্মক্ষেত্রে সম্মান পাবেন, মানুষ কাজে খুশি হবেন।