২০২৬ সাল শুরু হতে আর মাত্র ২ মাস বাকি। কর্ম ও ন্যায়ের গ্রহ শনি ২০২৬ সালে , শনি মীন রাশিতেই থাকবে।

Published by: ABP Ananda

জ্যোতিষশাস্ত্র অনুসারে , ২০২৬ সালে শনির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কেমন হবে এবং কোন কোন উত্থান-পতনের মুখোমুখি হবে ।

Published by: ABP Ananda

মেষ: আত্মবিশ্বাস এই বছর আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে । বে।

Published by: ABP Ananda

মেষ : আপনাকে পুরানো বোঝা ছেড়ে দিতে হবে এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে হবে

Published by: ABP Ananda

কুম্ভ রাশির জাতকদের জন্য , ২০২৬ সালে শনির গোচর বিশেষভাবে প্রভাবশালী হতে পারে । তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে ।

Published by: ABP Ananda

কুম্ভ রাশি হলে, অসুবিধা বাড়তে পারে , তবে শনির প্রভাবে ব্যক্তিরা কঠিন পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে ।

Published by: ABP Ananda

মীন রাশি হলে, মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত । এই বছর , শনি ব্যক্তিদের প্রস্তুত এবং পথ দেখাবে ।

Published by: ABP Ananda

কঠিন পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না । ধৈর্যশীল , শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন ।

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই।

Published by: ABP Ananda