জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিছু রাশির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। বলা হয়, এই রাশির জাতক জাতিকাদের যাতনা দেওয়া তো দূর, বরং সাহায্য করেন শনি। এঁদের কোনও কাজে বাধা দেন না। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী? শনিদেব আসলে কর্মের দাতা। আসলে মানুষের কর্মের ভিত্তিতে ভালো-মন্দ ফল দেন। জন্মকুণ্ডলীতে শনির অবস্থান খারাপ হলে জীবনে সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তুলা রাশি- তুলা রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে। তুলা রাশির জাতকরা খুব পরিশ্রমী, আবেগপ্রবণ, দয়ালু, সৎ এবং মেধাবী হন। মকর রাশি- এই রাশির অধিপতি হলেন স্বয়ং শনি। মকর রাশি শনির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মকর রাশির জাতকদের উপর শনিদেবের অশুভ প্রভাব পড়ে না। কুম্ভ রাশি- শনিদেব সর্বদা কুম্ভ রাশির মানুষের উপর আশীর্বাদ বর্ষণ করেন। এসব মানুষের জীবনে কখনোই অর্থনৈতিক সমস্যা আসে না।