অক্টোবরের এক্কেবারে শেষে কালী পুজো , ৩১ তারিখে।



১ নভেম্বর, দীপাবলি। অমাবস্যা স্থায়ী হচ্ছে ৩১ অক্টোবর সন্ধে থেকে ১ নভেম্বর সকাল পর্যন্ত।



আর তার ঠির ১৫ দিন পর থেকেই শক্তিশালী হয়ে উঠবেন শনিদেব।



দীপাবলির ১৫ দিন পরে ১৫ নভেম্বর থেকে শনি সরাসরি গতিতে আসবে।



জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি প্রত্যক্ষ হয়ে আরও শক্তিশালী হয়ে যাবেন।



কিছু রাশির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে , কয়েকটি রাশির ভাগ্যের অবনতি ঘটবে।



শনি প্রত্যক্ষ গতি কোন কোন রাশির জাতকদের সমস্যা বাড়বে?



মীন রাশির জাতকদের গভীর চিন্তায় ফেলতে পারে এই গতি।



রাশি মকর হলে শ্বশুরবাড়ির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে।



ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন মকর রাশির জাতকরা।