অনেকেই মনে করেন শনিদেবকে খুশি করা খুব কঠিন। কিন্তু না। শনিদেব সহজেই প্রসন্ন হন, মানুষকে ধনী করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেবকে কর্মের ফলদাতা বলা হয়। যে যেমন কাজ করে, শনিদেব তাকে তেমন ফল দেন। শনিদেবকে খুশি করার জন্য শনিবার দিনটিকে সবচেয়ে বিশেষ দিন হিসেবে ধরা হয়। শনিবার সূর্যোদয়ের আগে পিপল গাছের পুজো করা দরকার। তাতে জল নিবেদন করুন সন্ধ্যায় পিপল গাছের তলায় সরিষার তেলের প্রদীপ জ্বালান। এতে তিলও দিতে পারেন। লোহার প্রদীপে সরিষার তেল ঢেলে জ্বালান। এটি দুর্ঘটনা প্রতিরোধ করে। শনিদেবের আশীর্বাদ পেতে গরীবদের সাহায্য করুন। এতে আপনার সমস্যা কমাতে পারে। শনিবার সূর্যাস্তের পরে হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করা ভাল শনিবার সরিষার তেল, কালো উড়দ ডাল, কালো ছাতা, কালো তিল দান করা ভাল বলে মনে করা হয়। এই নিয়ম গুলি মেনে চললেই তুষ্ট হন শনি দেবতা। দুঃখ - দারিদ্র্য - বিপদ দূরে রাখেন।