এই গ্রীষ্মে শনিদেবের আশীর্বাদ পেতে চান, তাহলে এই ছোট ছোট প্রতিকারগুলি করে দেখতে হবেন। এই গ্রীষ্মকালে শনিদেবের আশীর্বাদ পেতে মানুষকে দান করুন। মানুষকে প্রয়োজনীয় জিনিস দান করলে শনিদেব খুশি হন। গ্রীষ্মকালে কালো ছোলা, উরদ ডাল, কালো তিল, কালো কাপড় দান করলে শনিদেবের আশীর্বাদ পাবেন। শনিদেবকে খুশি করতে শনিবার শনিদেবের মূর্তিতে সরিষার তেল অর্পণ করুন। শনিবার লোহা দান করার চেষ্টা করুন, লোহা দান করলে শনিদেব খুব খুশি হন। প্রখর সূর্যালোক থেকে রক্ষা পেতে অভাবী লোকদের ছাতা দান করুন, এতে শনিদেব খুশি হন। জুতোর অভাবে খালি পায়ে হাঁটেন যাঁরা, তাঁদের জুতো দান করলে শনিদেব প্রসন্ন হন। এই ঋতুতে কুকুরকে খাওয়ালে বা জল খাওয়ালে শনিদেবের আশীর্বাদ বজায় থাকে। শনিদেব ন্যায়ের দেবতা, তিনি মানুষের কর্ম অনুসারে ফল দেন। তাই শনিদেব কর্ম অনুযায়ী ফল দেবেন।