ন্যায়ের দেবতা শনি দেব মহারাজ এই সময় মীন রাশিতে বিরাজমান আছেন



মনে করা হয়, শনি সব সময়ই কোনও না কোনও রাশিকে সমস্যায় রাখেন



কিন্তু এমন মানুষও আছেন, যাঁরা শনির রোষ থেকে মুক্তি পান সহজেই।



রাশি যাই হোক , শনি এঁদের সমসস্যায় রাখেন না।



শনি দেবকে শ্রমের কারকও মনে করা হয়। তাই শনি দেবের কৃপা শ্রমিক শ্রেণীর উপর সবসময় থাকে।



যাঁরা পরিশ্রম করে, নিজের ও পরিবারের ভরণপোষণ করে, শনি দেবের কৃপা সবসময় তাদের উপর থাকে।



সবসময় পরিশ্রমী মানুষের সম্মান করুন। এঁদের শনিদেবও সম্মান করেন



আপনি যদি তাদের কষ্ট দেন, তাহলে শনির শাস্তি থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না।



শনিদেবের কৃপা পেতে, সুকর্ম করুন। পরিশ্রমের সম্মান দিন।