আপনার উপর শনির রোষ? বুঝে নিন এই ১০ উপায়ে জ্যোতিষশাস্ত্র বলে, শনি রোষ আপনার উপর থাকলে দুঃখের শেষ থাকে না । অর্থনৈতিক ক্ষতি এবং অসুস্থতা ভর করে। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হবে। ভাইবোনের সঙ্গে কথাবার্তায় সতর্ক থাকুন। রাশির উপর শনির রোষ-নজর থাকলে, পেট, হাঁটুর রোগ, অ্যাসিডিটির মতো শারীরিক সমস্যা দেখা দেয়। শনির কড়া দৃষ্টি থাকলে মানসিক চাপ অনুভূত হয়, হতাশা বাড়ে। শনির দোষের প্রভাব বাস্তুতেও পড়ে। বাড়িতে অতিরিক্ত স্যাঁতসেঁতে ভাব লাগতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যদি আপনার জন্মকুণ্ডলীতে প্রতিকূল অবস্থায় থাকলে পদে পদে আর্থিক বাধা আসবে। বাড়ির কোনো সদস্য বারবার অসুস্থ হলে সতর্ক থাকুন। জীবনে অস্থিরতা দেখা দেয়। অকারণে ঝগড়ায় জড়িয়ে পড়ে মানুষ।