তুলা রাশি : হতাশাজনক খবর শুনতে পারেন।



সিংহ রাশি : কর্মজীবন নিয়ে চিন্তিত থাকবেন।



মিথুন রাশি : স্বাস্থ্যের অবনতি হবে।



মেষ রাশি : কোনও সমস্যা হলে সমাধান হতে পারে।



মীন রাশি : কোথাও বেড়াতে যেতে পারেন।



মকর রাশি: পুরনো বিবাদের অবসান হবে।



কুম্ভ রাশি : যানবাহন খুব সাবধানে চালাতে হবে।



কর্কট রাশি : কোনও সুখবর শুনতে পারেন।



কন্যা রাশি : সবার কথা বিশ্বাস করবেন না।



ধনু রাশি: সংসারে কিছু দায়িত্ব বাড়তে পারে।



বৃশ্চিক রাশি : বড় কাজ নিয়ে বিভ্রান্তি হতে পারে।



বৃষ রাশির : অমীমাংসিত কাজ শেষ হতে পারে।