শনির মন্দ প্রভাব যে কোনও রাশিকে সুদীর্ঘ সময় ভোগ করতে হয় আবার শনির ভাল প্রভাবও খুব শক্তিশালী। শনি ফকিরকেও রাজা বানাতে পারেন বলে বিশ্বাস। সিংহ রাশির জাতকরা ২০২৫ সালে শনির রাশি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। ভাল খবর আসতে পারে শিগগিরিই। দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কাজ এখন সম্পূর্ণ হবে। ২০২৫ সালে মীন রাশিতে শনির গমন করবে। এতে কন্যা রাশির জাতকদের জন্য ভালো সময় আসবে। নতুন চাকরিতে পদোন্নতির ভালো সুযোগ পেতে পারেন। শনির রাশির পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রচুর অর্থ পেতে পারেন। কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।