শনিবারে ন্যায়ের দেবতা শনিদেবের পুজো করা হয়। যাদের উপর শনিদেব প্রসন্ন হন তাদের কাজে কখনও বাধা আসে না। কুণ্ডলীতে শনি শুভ অবস্থানে থাকলে ব্যক্তির যেকোনো কাজ সহজে হয়ে যায়। বিশ্বাস অনুযায়ী শনিদেবের মূর্তি কখনই বাড়িতে রাখা উচিত নয়। পৌরাণিক কাহিনি অনুসারে, শনিদেবকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি যাঁকে দেখবেন, তাঁর সঙ্গে খারাপ ঘটনা ঘটবে। শনিদেবের দৃষ্টি যেন সরাসরি পরিবারের সদস্যদের উপর না পড়ে, তাই বাড়ির মন্দিরে তাঁর মূর্তি না রাখার পরামর্শ দেওয়া হয়। যদি কেউ মন্দিরে শনিদেবের পুজো করে থাকেন, তবে বিশেষ খেয়াল রাখুন যাতে সরাসরি তাঁর সামনে না দাঁড়িয়ে পুজো দেন। শনিদেবের চোখের দিকে না তাকিয়ে পুজো দিতে হবে। একটু কোণাকুণি দাঁড়িয়ে পুজো দিতে হবে। শনিদেবকে সবসময় মূর্তির ডান বা বাম দিকে দাঁড়িয়ে পুজো করা উচিত। কাছের মন্দিরে গিয়ে শনিদেবের পুজা করা উচিত। বাড়ির ঠাকুর ঘরে শনিদেবের মূর্তিস্থাপন করা ঠিক বলে মনে করা হয় না। পিপল গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে শনিদেব প্রসন্ন হন ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন।