২০২৫ সালের মার্চ মাসে , শনিদেব মীন রাশিতে গমন করবেন।



অর্থাৎ শনিদেব বৃহস্পতির রাশিতে প্রবেশ করবেন।এই চলন ১২টি রাশিকে প্রভাবিত করবে।



১২টি রাশির মধ্যে ৩টি রাশির জাতকদের উপর বেশি প্রভাব পড়বে।



মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনি গ্রহের অবস্থান খুবই উপকারী হবে।



শনি এই রাশির এমন ঘরে থাকবে যা কাজের সঙ্গে সম্পর্কিত এবং জাতকরা বিশেষ ফল পাবেন।



মিথুন রাশি: আপনার কাজ মার্চের পরে প্রশংসা পাবে। চাকরি পরিবর্তনের ভাল সময়।



কর্কট রাশি: শনির গমন কর্কট রাশির জাতকদের উপর খুব শুভ প্রভাব ফেলবে।



কর্কট রাশি হলে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।