শনির মহাদশা খুবই বেদনাদায়ক। শনির সাড়ে সাতি চলে সাত বছর আর ধইয়া চলে আড়াই বছর। শনির মহাদশা একজন ব্যক্তিকে সাড়ে সাতি বা ধইয়ার চেয়ে বেশি কষ্ট দেয়। শনির মহাদশা চলে ১৯ বছর। এই সময় নাভিশ্বাস ওঠে মানুষের। ১৯ বছরের এই মহাদশায় খুবই রোগভোগ চলে। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মানুষ শনিদেবের মহাদশা খুবই বিপজ্জনক ও বেদনাদায়ক । আপনি কি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন? গুছিয়ে আনা কাজও যাচ্ছে ভেস্তে? জলের মতো খরচ হয়ে যাচ্ছে টাকা ? অকারণেই জাপটে ধরছে বিষাদ? এই সব লক্ষণ দেখলেই বুধঝবেন, চলছে শনির মহাদশা ! মহাদশাতে দুর্ভোগ হবেই । তবে শনিদেবের ব্রত রাখলে এই বিপদের ভার কাটানো যেতে পারে।