আজ ২৮ নভেম্বর মীন রাশিতে মার্গি হয়ে গেছে শনি

শনির মার্গি হওয়া একাধিক রাশির ক্ষেত্রে চ্যালেঞ্জে পূর্ণ হতে চলেছে

সোজা পথে হেঁটে কিছু রাশির মুশকিল বাড়াতে চলেছে বড়ঠাকুর

চলুন জেনে নেওয়া যাক, শনির মার্গি কোন কোন রাশিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে

মিথুন ও কন্যা রাশিকে মানসিক উদ্বেগে কাটাতে হতে পারে

বৃষ রাশির জাতকদের পারিবারিক বিষয়ে ঝঞ্ঝাট বাড়তে চলেছে

ধনু রাশির জাতকদের কেরিয়ারে বাধার সম্মুখীন হতে হবে

মীন রাশির জাতকদের উপর দায়িত্বের বোঝা চাপবে

তবে, খেয়াল রাখতে হবে যে শনি মার্গি হয়ে অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগও তৈরি করে দেয়

তাই, শনি মার্গির সময় ধৈর্য ধরুন ও অনুশাসন মেনে চলতে হবে