শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত এই রাশিতে থাকবে। এরপর মীন রাশিতে শনি থিতু হবে। এই সময়ে কয়েকটি রাশিদের শনির বিশেষ আশীর্বাদ থাকবে। মেষ রাশি হলে দাম্পত্য জীবনে সুখ বাড়বে। ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পাবে হঠাৎ করেই কর্কট রাশি হলে কর্মজীবন ও ব্যবসায় কিছু সমস্যা বাড়তে পারে। তবে মিটে যাবে সহজেই। কর্কট রাশি হলে টাকার অভাব হবে না। তবে দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে। রাশি যদি হয় সিংহ, তবে পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায় জ্যাকপট লেগে যেতে পারে। রাশি যদি হয় কন্যা , তবে জীবনে ভাল সময় উপভোগ করবেন। কন্যা রাশি হলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে । সংসারে অশান্তি কমবে।