শনিদেব মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন।



যাঁরা শনিদেবের আশীর্বাদ পান, শনিদেব তাদের রাজার হালে রাখেন।



শনিদেবের দৃষ্টি যদি কোনও ব্যক্তির প্রতি তির্যক থাকে, তাহলে তাদের জীবনে পরপর সমস্যা আসে।



বর্তমানে শনিদেব তাঁর নিজের রাশি কুম্ভে উপবিষ্ট



শনি কুম্ভ রাশিতে থাকায় কুম্ভ, মকর ও মীন রাশিতে শনির সাড়ে সাতির প্রভাব পড়বে



এ ছাড়া বৃশ্চিক ও কর্কট রাশিতে শনির ধইয়ার প্রভাব পড়বে



এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে সমস্যা ভোগ করতে পারেন



আর্থিক পরিস্থিতিতে টানাপোড়েন আসতে পারে



প্রেম জীবনে উত্থান-পতন হতে পারে



এই সময় কালো তিল ও গুড় দান করুন, শনির সাড়ে সাতি ও ধইয়ার প্রভাব কমবে