শনি বরদাস্ত করেন না কাউকে। ভুল করলে পেতেই হবে তার শাস্তি।

Published by: ABP Ananda

কর্মফল ও ন্যায়ের দেবতার বিচার কারও জন্য আলাদা নয় বলেই মনে করা হয়

Published by: ABP Ananda

বর্তমানে মীন রাশিতে রয়েছেন শনি। এই রাশি বৃহস্পতির কৃপাধন্য।

Published by: ABP Ananda

২০২৬ সালে শনি একই রাশিতে থাকবে।

সুতরাং তাদের প্রভাব কমে যায়।

Published by: ABP Ananda

এই কারণে মনে করা হয় যে বক্রী অবস্থায় অথবা বিপরীত দিকে চললে

Published by: ABP Ananda

২০২৬-এ শনির সাড়ে সাতি দশার প্রভাবে থাকবে কুম্ভ, মীন, মেষ।

Published by: ABP Ananda

যদিও সাড়ে সাতিতে থাকা সত্ত্বেও জীবনে উত্তোরণের পথ পাবে মেষ

Published by: ABP Ananda

কর্মফলের সরাসরি প্রভাব পাবে এই রাশির জাতকরা।

Published by: ABP Ananda

যেমন ভাল কাজ করলে ভাল ফল, মন্দ কাজের মন্দ মন্দ

Published by: ABP Ananda

কাজের চাপ বাড়ায় মানসিক অশান্তি বাড়তে পারে মীন রাশির

Published by: ABP Ananda

মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন রাশি কুম্ভ হলে।

Published by: ABP Ananda