২০২৫ এ ৩০ বছর পর, মকর সংক্রান্তিতে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটে গিয়েছে।



মকরসংক্রান্তিতে শনি কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করেছে ।



শনির এই রাজযোগে ৪ রাশির কপাল খুলে যাবে অভূতপূর্বভাবে।



রাশি মকর হলে , জাতকদের জন্যও সুবর্ণ সময় শুরু হবে।



অর্থ উপার্জনের ভাল সুযোগ থাকবে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন।



শনি কৃপায় বিশেষভাবে উপকৃত হবেন মিথুন রাশির জাতকরা ।



এই রাশির জাতকদের সঙ্কটকাল কেটে শুধুই ভাল ঘটনা ঘটবে।



কুম্ভ রাশির জাতক-জাতিকার সাড়ে সাতি চলছে।



তবু হঠাৎ লাভ হতে পারে। জমি সংক্রান্ত কাজে আয় বাড়বে।



শনির শশ মহাপুরুষ যোগ তুলা রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে।



চাকরিপ্রার্থীদের জন্য ভাল সময় শুরু হবে।