শনিদেবের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হতে চলেছে।



শনি বর্তমানে কুম্ভ রাশিতে ও শতভিষা নক্ষত্রে অবস্থান করছে ।
৪ এপ্রিল বিকাল ৩:৫৫ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে।


শনি ৩ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে।
শনির এই নক্ষত্র যাত্রা ৩টি রাশির জন্য খুবই শুভ হতে চলেছে।


পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির গমন মেষ রাশির জন্য খুব শুভ হতে পারে।



এই সময়ে এই রাশির আয় রীতিমতো বৃদ্ধি পাবে,
অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ করে দেবে।


পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের গমন বৃষ রাশির জাতকদের জন্যও খুব শুভ হতে চলেছে।



বৃষর জাতকদের কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে প্রচুর সাফল্য এনে দেবে।



যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের শনিদেবের কৃপায় নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।



মকর রাশির জাতকদের জন্য শনির এই যাত্রা খুবই ফলদায়ক প্রমাণিত হবে।



আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। নতুন যানবাহন বা নতুন সম্পত্তি কিনতে পারেন।