হিন্দু ধর্মে শনি ত্রয়োদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি শনি দেবের উপাসনার জন্য বিশেষভাবে নিবেদিত।



শনি গ্রহের রোষের প্রভাব থেকে মুক্তি পেতে শনি ত্রয়োদশী ব্রত পালন করা হয়।



বিশ্বাস, ন্যায়ের দেবতা শনির সঠিকভাবে পুজো করলে এদিনের পর থেকে জীবনে অনেক জট খোলে ।



বিশেষ নৈবেদ্য অর্পণ করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়,বলে মনে করা হয়।



এ বছর শনি ত্রয়োদশী ১১ জানুয়ারি পড়েছে। তিথি সূচনা সকাল ৮:২১ থেকে।



পরদিন সকাল ৬:৩৩ টা পর্যন্ত চলবে ত্রয়োদশী তিথি।



এদিন শনিদেবকে কালো ছোলা নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়।



কালো তিলের লাড্ডু নিবেদন করার প্রথা আছে শনি ত্রয়োদশীতে।



উরদ ডাল দিয়ে তৈরি খিচুড়িও শনির প্রিয় নৈবেদ্য।



এছাড়া ন্যায়ের পথে থাকা, মিথ্যে এড়িয়ে চলা, সৎ জীবনযাপন করলে শনির দয়া পাওয়া যায়।