আজ শনি ত্রয়োদশী ।



৬ এপ্রিল সকাল ১০ টা ১৯ মিনিটে শনি ত্রয়োদশী শুরু হবে ।



৭ এপ্রিল সকাল ০৬ টা ৫৩ মিনিটে শনি ত্রয়োদশী তিথি শেষ হবে।



বিশ্বাস করা হয়, শনি ত্রয়োদশীর উপবাস করলে সাড়ে সাতি বা ধাইয়ার প্রভাব কমে যায়।



এদিন শনি প্রদোষ ব্রতও পালিত হবে। এমন দিনে শিবলিঙ্গে দুধ,দই,ঘি,মধু,গঙ্গাজল দিয়ে অভিষেক করুন।



শিবের পুজোয় সব সময় তুষ্ট হন শনিদেব।



মনে করা হয় শনি ত্রয়োদশীর উপবাস করলে বহু সঙ্কট দূর হয়ে যায়।



শনি ত্রয়োদশীর দিনে হনুমান চল্লিশা পাঠে বহু সঙ্কট কাটে ।



শনি ত্রয়োদশীতে অসহায় মানুষকে দান করলে বিশেষ পুণ্য অর্জন হয়।



কুণ্ডলী থেকে শনি দোষ দূর করতে এদিন ভগবান শিবের উপাসনা করতে হবে ।