ন্যায়বিচার ও কর্মের দেবতা শনি।



যখন তিনি বিপরীতমুখী গতিতে যান, তখন আরও ভয়ঙ্কর হয় প্রভাব



২০২৫ সালে, ১৩ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শনি বিপরীতমুখী থাকবে।



বিপরীতমুখী শনি কৃতকর্মের প্রত্যক্ষ ফল দেন, তা ভাল হোক বা মন্দ



মীন রাশির মানসিক ক্লান্তি, পারিবারিক বিভ্রান্তির কারণ হতে পারে



এসময় বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন



মেষ রাশি হলে চাকরিতে বাধা, বসের সাথে দ্বন্দ্ব, কাজে বাধা আসতে পারে



সিংহ রাশি হলে পদ ও মর্যাদার উপর আঘাত আসতে পারে। বাবার সঙ্গে আদর্শে অমিল হতে পারে।



ধনু রাশির জমি-যানবাহন বিরোধ, সরকারি বাধা আসতে পারে



শিক্ষাক্ষেত্রে বাধা, প্রেম জীবনে সমস্যা আসতে পারে।