২৯ মার্চ থেকে মীন রাশিতে ভ্রমণ শুরু করেছে শনি আড়াই বছর এই রাশিতেই অবস্থান করবে এই গ্রহ

শনির গোচর সমস্ত রাশির জাতকদের জীবনকে প্রভাবিত করবে তবে সবচেয়ে বেশি প্রভাবিত হবে তিন রাশির জাতকদের জীবন

তিন রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কোন তিন রাশির ওপর শনির সাড়েসাতির দশা শুরু হবে?

তিন রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন না করলে পদে পদে বিপদের সম্মুখীন হতে পারে

বড়সড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে সাড়েসাতি শুরু হওয়ায় মেষ জাতকদের জীবনে ওঠাপড়া দেখা দেবে

কুম্ভ রাশিতে পারিবারিক সুখ কমতে পারে, লেনদেনে সতর্ক থাকুন আর্থিক লোকসান সম্ভব, দুর্ঘটনা ও স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে

মীন রাশিতে সাড়েসাতির দশার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আত্মবিশ্বাস কমবে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কেও ওঠাপড়া