হস্পতি, রাহু-কেতু, শনি গ্রহের গোচর হবে এই সালে এক একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করে শনি

শনির রাশি পরিবর্তনের ফলে কোনও রাশির ওপর সাড়েসাতি ও কোনও রাশির ওপর আড়াইয়ের প্রভাব শুরু হয়

২৯ মার্চ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে শনি ৩০ বছর পর এই রাশিতে শনির গোচর হতে চলেছে

এ বছর কোন রাশির জাতকরা সাড়েসাতি ও আড়াইয়ের কবলে পড়বেন জেনে নিন

সিংহ জাতকদের জীবনে শনির দশা শুরু হবে, সব কাজেই বাধা বাড়িতে অশান্তি ও কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন

এ সময় চাকরি ও কেরিয়ারে বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে

আর্থিক লোকসান, চাকরি ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে মীন রাশির জাতকদের অধিক সতর্ক থাকতে হবে এ সময়

ব্যবসায় সমস্যা উৎপন্ন হতে পারে চাকরিতেও সহজে কোনও লক্ষ্য লাভ করতে পারবেন না