21 সেপ্টেম্বর সৃর্যগ্রহণ। ওই দিনই মহালয়া।



সূর্যগ্রহণের দিন পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ সর্ব পিতৃ অমাবস্যা।



এই বছর এটি দ্বিতীয় সূর্যগ্রহণ হবে, যা আংশিক ।



আংশিক হওয়ার কারণে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না।



ভারতে দৃশ্যমান না হওয়ার কারণে এখানে সূতকও গ্রাহ্য হবে না।



ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ রাত ১১টা থেকে ৩টে ২৪ মিনিট পর্যন্ত চলবে।



২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ কন্যা রাশি ও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লাগবে।



কন্যারাশিতে গ্রহণ লাগার কারণে এই রাশিতে গ্রহণ যোগ তৈরি হবে।