অন্যায় আবদার হলেও
অনেক সময় মেনে নিই


মুখের উপর কাউকে
না বলতে পারি না


এর জন্য বিপদেও
পড়তে হয় অনেক সময়


কিছু রাশির জাতকদের
কথা বিশেষ ভাবে উল্লেখ্য


তুলা: এঁরা অন্যকে সন্তুষ্ট
করতে মরিয়া হন


তুলা: তাই মুখের উপর
না বলতে পারেন না


কর্কট: নিজের চেয়ে অন্যের
সুখের কথা বেশি ভাবেন


কর্কট: দায়িত্ববোধ থেকেই
না বলতে পারেন না


বৃষ: এঁদের মনে পাপ নেই,
অত্যন্ত বিশ্বস্ত হন


বৃষ: কাছের মানুষকে না
বলতেই পারেন না


মীন: অন্যের কষ্ট
সহ্য হয় না


মীন: অন্যের সুবিধার
জন্যই হ্যাঁ বলে দেন


ধনু: এঁরা মিলেমিশে
থাকতে পছন্দ করেন


ধনু: কাউকে চটাতে চান না
বলেই না বলতে পারেন না
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)