আজীবন চাকরি
করেন কেউ


কেউ আবার ব্যবসায়
ফুলেফেঁপে ওঠেন


কিন্তু সকলের দ্বারা
ব্যবসা হয় না


কিছু রাশির জাতক আবার
ব্যবসায় অতি দক্ষ


কন্যা: এঁরা অত্যন্ত হিসেবি
এবং কৌশলী চরিত্রের


কন্যা: ঝুঁকি নিতে হলেও
প্ল্যান বি থাকে এঁদের


সিংহ: অন্যকে প্রভাবিত করার
ক্ষমতা রয়েছে এঁদের


সিংহ: সমস্ত কিছু নখদর্পণে
রাখতে একেবারে সিদ্ধহস্ত


মেষ: লক্ষ্যে পৌঁছতে ঝুঁকি
নিতে পিছপা হন না এঁরা


মেষ: কখনও হার মানেন না,
যা এগিয়ে নিয়ে যায় এঁদের


মিথুন: ভাবনা-চিন্তায়
বরাবরই ব্যতিক্রমী এঁরা


মিথুন: সময়ের সঙ্গে কৌশল
পাল্টাতেও জানেন


বৃষ: ধৈর্যশক্তি এঁদের সম্পদ,
ঝুঁকি নিলেও ভেবেচিন্তে এগোন


বৃষ: তাড়াহুড়ো নয়, মেপে মেপে
পা ফেলার পক্ষপাতী এঁরা


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে
সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই


এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন