চাঁদ আজ বৃষ রাশিতে উপস্থিত থেকে গজকেশরী যোগ তৈরি করবে।



মীনে উপস্থিত শুক্র মালব্য রাজযোগ তৈরি করে রাহুর সঙ্গে বিচরণ করছে।



এ ছাড়াও এদিন রোহিণী নক্ষত্র ও এন্দ্র যোগের প্রভাব থাকবে।



আজকের শুভ যোগের মহাসংযোগে মেষ, মিথুন-সহ বেশ কিছু রাশির জাতকদের লাভ অর্জন করতে পারবেন।



মেষ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে।



মিথুন রাশির জাতক হলেআপনার উন্নতি দেখে সহকর্মীরা চমকে যাবেন।



সিংহ রাশির জাতকদের পারিবারিক বিবাদ মিটবে। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করবেন।



বৃশ্চিক রাশির জাতকরা নিজের ওপর অবসাদ প্রভাব বিস্তার করতে দেবেন না। ভাগ্যের সঙ্গ লাভ করবেন।



মকর রাশির জাতকরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ও মান-সম্মান বৃদ্ধি পাবে।



মীন রাশির জাতকদের উন্নতির পথ প্রশস্ত হবে। পড়াশোনা ও আধ্যাত্মিকতায় রুচি বাড়বে।