ভালবাসার ক্ষেত্রে প্রতিশ্রুতি রাখা খুবই দরকার। বিশ্বাসটাই সম্পর্কের মূল ভিত্তি।



নতুন কারও সঙ্গে সম্পর্ক হলে, অনেকেই ভরসা করেন সঙ্গীর প্রতিশ্রুতির উপর ।



চরিত্রের বিষয়টি একদমই ব্যক্তিগত, তবে কোনও কোনও রাশির ক্ষেত্রে প্রতিশ্রুতি ভাঙার প্রবণতা বেশি



বেশ কিছু প্রতিবেদন সূত্রে দাবি, ৫ টি রাশির মধ্যে বিশ্বাস রাখার ইচ্ছে বেশি থাকে।



বৃশ্চিকের জাতকরা খুবই আত্মাভিমানী। তাঁদের প্রতিশ্রুতি পাওয়া কঠিন। আর প্রতিশ্রুতি দিলে তা তারা রাখবেই।



কন্যা রাশির জাতক জাতিকার প্রতিশ্রুতির অর্থ, তারা তা নিশ্চিত ভাবেই রক্ষা করবে।



যুক্তিসঙ্গত মনে না হলে মকর রাশির মানুষ কখনও আপনাকে কথা দেবে না।



সিংহ রাশির মানুষ খুব ইমেজ-সচেতন। তাই একবার দেওয়া কথা,তারা রাখার চেষ্টা করে আপ্রাণ



কর্কট রাশির জাতক জাতিকারা সবসময় সুবিধাজনক জায়গায় থাকতে ভালবাসে। তাই বুঝেশুনে কথা দেয়।



বৃষ রাশির জাতকরা খুবই সৎ এবং স্পষ্টবাদী। নিজের সুবিধার জন্যই এরা প্রতিশ্রুতি দিয়ে থাকে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।